বাংলাদেশ প্রেস কাউন্সিলে অনলাইনে মামলা করা যাবে

0
145
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) মোঃ শাহ আলম বলেছেন, ম্যানুয়াল পদ্ধতির পাশাপাশি ডিজিটাল পদ্ধতিতে এখন থেকে অনলাইনে বাংলাদেশ প্রেস কাউন্সিলে মামলা করা যাবে। তিনি বলেন, সংবাদ প্রকাশে সংক্ষুপ্ত ব্যক্তিদের বাংলাদেশ প্রেস কাউন্সিলের নির্দিষ্ট ফরমে সরাসরি যোগাযোগ করে মামলা করতে হতো। এখন থেকে তারা অনলাইনেই মামলা করতে পারবে। ২৭ জুন বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সেবা সহজীকরণ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) মোঃ শাহ আলম প্রধান অতিথি হিসেবে উপরে উল্লেখিত বক্তব্য রাখেন।
রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এফবিজেও এর প্রধান সমন্বয়কারী শামছুল আলম, দৈনিক কালের দিগন্ত পত্রিকার সম্পাদক সৈয়দ ওমর ফারুক, এনপিএসএর চেয়ারম্যান মাহবুবুল ইসলাম, দৈনিক মাতৃভূমির খবর পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার নুরুল আফসার, দৈনিক সরেজমিন বার্তার বিশেষ প্রতিনিধি মোঃ ফারুক হোসেন, পীরগঞ্জ উপজেলা আরজেএফ’র সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ এমদাদুল হক, দৈনিক বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি শাহাদাৎ হোসেন শাহীন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সদস্য ইসমত দোহা, সোনারগাঁও উপজেলা আরজেএফ’র সাধারণ সম্পাদক মুক্তাদীর হোসেন, আরজেএফ’র কেন্দ্রীয় সাধারণ পরিষদ সদস্য জান্নাত জোহা, মোঃ বরকত হোসেন, ঢাকা জেলা আরজেএফ’র দপ্তর সম্পাদক সাজেদা খানম, দৈনিক ঘোষণার সিনিয়র রিপোর্টার আজিজুন নাহার প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলে প্রশিক্ষণের সংখ্যা আরো দেশব্যাপী পরিধি বাড়াতে হবে। প্রশিক্ষণ কর্মশালায় তৃণমূল গণমাধ্যম কর্মীদের বেশি বেশি সুযোগ দিতে হবে। এ মতবিনিময় সভায় সারা দেশ থেকে বিভিন্ন গণমাধ্যমের ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here