বাংলাদেশ প্রেস কাউন্সিলে সেমিনার অনুষ্ঠিত

0
113
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি): বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত প্রেস কাউন্সিল আইন ও প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি সম্পর্কিত সেমিনার ও মতবিনিময় সভা ২৩ জুন প্রেস কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (অতিরিক্ত সচিব) মোঃ শাহ আলম। এই সেমিনারে রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের ৪০জন সদস্য অংশগ্রহণ করেন। বিষয়ভিত্তিক মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন আরজেএফ’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান নজির আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল সিকদার, প্রচার সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক লুৎফুন নাহার রিক্তা, সাধারণ পরিষদ সদস্য আব্দুল বাতেন সরদার, মোঃ সাহিদুল ইসলাম, রুবিনা শেখ প্রমুখ। বক্তারা সেমিনারের আলোচ্য বিষয়ের উপর পর্যালোচনামূলক বক্তব্য রাখেন। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম বলেন, তৃণমূল সাংবাদিকদের প্রশিক্ষণ ও অন্যান্য পেশাগত মানোন্নয়নের ব্যাপারে প্রেস কাউন্সিল অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি আরো বলেন, গণমাধ্যমের শৃঙ্খলা ফিরিয়ে আনতে শীঘ্রই প্রেস কাউন্সিলের নেতৃত্বে সাংবাদিকদের ডাটাবেইজ কার্যক্রম শুরু হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here