

ডেইলি গাজীপুর ডেস্ক: চরফ্যাশন সাব- রেজিস্ট্রি অফিসের সহকারী জনাব নাহিদা পারভীন গত ৮ জুলাই ২০২৩ খ্রীঃ বরিশাল ক্রাউন কনভেনশন হলে অনুষ্ঠিত বাংলাদেশ রেজিষ্ট্রেশন এমপ্লয়িজ সার্ভিস এসোসিয়েশন এর বিভাগীয় সম্মেলনে ভোলা জেলা সভাপতি হিসেবে নির্বাচিত হন। তিনি বীর মুক্তিযোদ্ধা জনাব মোতাহার হোসেনের কনিষ্ঠ কন্যা, দীর্ঘদিন সুনামের সহিত নিবন্ধন অধিদপ্তর, তজুমদ্দিন সাব-রেজিস্ট্রি অফিস ও লালমোহন সাব-রেজিস্ট্রি অফিসে সহকারী হিসেবে দায়িত্ব পালন করে বর্তমানে চরফ্যাশনে কর্মরত আছেন। তার কর্মদক্ষতায় সংগঠনকে সুন্দর ভাবে পরিচালনার জন্য কেন্দ্রীয় কমিটি আগামী দুই বছরের জন্য জনাব নাহিদা পারভীনকে সভাপতি করে কমিটি অনুমোদন দেন।
নাহিদা পারভীনের সাথে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ভোলা জেলা রেজিস্ট্রার এর কার্যালয়ের অফিস সহকারী মো: জসিম উদ্দিন।
নাহিদা পারভীন ভোলা জেলা সভাপতি নির্বাচিত হওয়ায় নিজ কর্মস্থলের সহকর্মী ও বাংলাদেশ দলিল লেখক সমিতির চরফ্যাশন শাখা থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দিত হন। উক্ত অনুষ্ঠানে দলিল লেখক সমিতির সভাপতি জনাব মোঃ আবদুল্লাহ আল মাহমুদ, সাধারণ সম্পাদক মো: মহসিন, সাবেক সভাপতি মোঃ আলমগীর, সাংগঠনিক সম্পাদক মোঃ মোশাররফ হোসেন হাওলাদার, কোষাধ্যক্ষ মোঃ মাকসুদুর রহমান, মোঃ আলী আজগর টিটু সহ লেখকগন উপস্থিত ছিলেন।
নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া নাহিদা পারভীন সকলকে ধন্যবাদ দেন ও সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
