বাঘের মতো বাঁচবো, বিড়ালের মতো নয়: সোহেল শেখ

0
573
728×90 Banner

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ যে কদিন বাঁচবো বাঘের মতো বাঁচবো, বিডালের মতো এক দিনও বাঁচতে চাই না বলে মন্তব্য করেছেন, আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে, উত্তর সিটির ৫৪নং ওয়ার্ডে টিফিন ক্যারিয়ার প্রতীকের স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী আলহাজ মোঃ সোহেল শেখ । শনিবার বিকেলে তার নির্বাচনী প্রচারণা ধউর সরকার বাড়ি সংলগ্ন এক পথসভায় তিনি এ মন্তব্য করেন । এসময় তার সঙ্গে ছিলেন তুরাগ থানা আওয়ামীলীগের সহসভাপতি বীর- মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল বারিক মেম্বর, বীর- মুক্তিযোদ্ধা হাজী মোঃ নেওয়াজ আলী সহ বিপুল সংখ্যক কর্মী, সমর্থক ও এলাকাবাসী । আলহাজ মোঃ সোহেল শেখ বলেন, আমার সাথে এলাকার মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ, রাজনীতিবিদ, সাংবাদিক ও বিজ্ঞ জনেরা আছেন । আমার পাশে থাকা আলহাজ আব্দুল বারিক মেম্বর একজন বীর- মুক্তিযোদ্ধা ছিলেন । তিনি বারবার এ দেশের জন্য রক্ত ঝরিয়েছেন । আবার দেশ স্বাধীনের পর বারবার গণতন্ত্র রক্ষার আন্দোলনে নিজের সর্ব শক্তি দিয়ে আজবধি কাজ করে যাচ্ছেন । যে কোন আন্দোলন সংগ্রামে কখনো পিছু হটেননি । প্রয়োজনে আমিও রাজপথে রক্ত ঝড়াবো, গুলি খাবো, মারা যাবো তারপরও ভয় পেয়ে পিছু পা হবো না । তিনি বলেন, বীর- মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল বারিক মেম্বর আমাকে বলেছেন, আল­াহ ছাড়া কোন মানব সন্তানের কাছে মাথা নত করবে না । তাই আমি বলব আল­াহ ছাডা আমি আর কাউকে ভয় পাই না। কাউকে পরোয়া করিনা । বাঁচতে হয় বাঘের মতো বাঁচবো, বিড়ালের মত এক দিনও বাঁচতে চাই না । ৫৪নং ওয়ার্ডে টিফিন ক্যারিয়ার প্রতীকের স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী আলহাজ মোঃ সোহেল শেখ বলেন, দেশের স্বাধীনতার মূলমন্ত্র হলো জনগণ হবে রাষ্ট্রের মালিক। এই মূল মন্ত্র নিয়ে এদেশ স্বাধীন হয়েছিল । তাই আমি বলবো আপনারা সবাই সমান কেউ বড ছোট নয় । কারো ক্ষমতা বেশি কম নয় সবার ক্ষমতা সমান । তাই কেউ কাউকে ভয় পাবেন না কাউকে পরোয়া করবেন না । তিনি আরও বলেন, আজকে আপনারা আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন তাতে আমরা আবেগে আপ্লুত । আমি আপনাদের এলাকার এই মাটির সন্তান, কোন অপশক্তিকে ভয় পাই না । আপনারাও ভয় পাবেন না। আপনারা আমার পাশে থাকবেন এবং আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল­াহ । আমার শ্রদ্ধাভাজন বীর- মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল বারিক মেম্বর বিগত দিনে আপনাদের পাশে ছিল এবং আছে । ঠিক আমিও সবসময় আপনাদের পাশে সেই ভাবে থাকবো ইনশাল­াহ । তাই আগামী ১ই ফেব্রয়ারি টিফিন ক্যারিয়ার প্রতীকে আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে কাউন্সিলর নির্বাচিত করবেন বলে আশাকরি ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here