বাবা মিছিলে না যাওয়ায় শারিরীক প্রতিবন্ধি ছেলেকে মারধর

0
15
728×90 Banner

অলিদুর রহমান অলি: টঙ্গীতে মিছিলে না যাওয়ার কারণে বাকপ্রতিবন্ধী কিশোর রিয়াদ হোসেন ও তাঁর বাবা বিল্লাল হোসেনকে মারধর করছেন ৪৯ নং ওয়ার্ড যুবদল সভাপতি আনোয়ার হোসেনের লোকজন। শনিবার এরশাদনগর এলাকার টেকবাড়িতে এ ঘটনা ঘটে।
স্বামী-ছেলেকে মারধরের অভিযোগে রিয়াদের মা রোকসানা বেগম টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতে ৪৯ নং ওয়ার্ড যুবদল সভাপতি আনোয়ার হোসেন, মঞ্জুর হোসেন, আকাশ, মইজউদ্দিন ও কাজল আক্তার নামে পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে।প্রতিবন্ধী কিশোর রিয়াদ ও তাঁর বাবা গত শুক্রবার যুবদল নেতা আনোয়ার হোসেনের লোকজনের সঙ্গে তাদের দলীয় মিছিলে যেতে অস্বীকার করেছিলেন, যা নিয়ে ক্ষুব্ধ ছিল আনোয়ার। শনিবার রিয়াদকে রাস্তায় একা পেয়ে আনোয়ারের নেতৃত্বে মঞ্জুর হোসেন, মইজউদ্দিন, আকাশ ও কাজল মারধর করে। এ সময় মা রোকসানা ও বাবা বিল্লাল ছেলেকে উদ্ধার করতে গেলে তাদেরও মারধর করা হয়। এক পর্যায়ে আনোয়ার ও তার লোকজন ভুক্তভোগীদের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে, নইলে হত্যার হুমকি দেয়।
গত শুক্রবার এরশাদনগর এলাকায় একটি সন্ত্রাসবিরোধী মিছিল বের করে আনোয়ারের অনুসারীরা। সেই মিছিলে বিল্লাল না থাকার কারণে আনোয়ারের লোকজন ক্ষেপে ওঠে। তারা বিল্লালকে হুমকি দেয়, এরশাদনগরে থাকতে হলে একমাত্র তাদের মিছিল- সমাবেশেই বিল্লালকে থাকতে হবে।
অভিযোগে বিষয়ে কথিত যুবদল নেতা মঞ্জুর হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে সে বলে, আমি কোনো প্রকার মারামারির মধ্যে ছিলাম না। আমি সকালে ঘুম থেকেই ১১টার পরে উঠেছি।
৪৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে আমি ছিলাম না। তবে আমি শুনেছি। প্রতিবন্ধী ছেলেটিকে কেউ মারধর করেনি।
টঙ্গী পূর্ব থানার ওসি কায়সার আহাম্মেদ বলেন, থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here