
ডেইলি গাজীপুর প্রতিবেদক : বাসন থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী আব্দুল আলীম মন্ডলের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি আজ বুধবার বিআরটিসি পাবলিক স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিআরটিসি পাবলিক স্কুল পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী ফাতেমা বেগম, গাজীপুর মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ আব্দুল কাদির মন্ডল, গাজীপুর মহানগর যুবলীগ নেতা রাহাত খান, রাজু শাহা, বাসন থানা যুবলীগ নেতা আশিকুর রহমান আশিক, রফিকুল ইসলাম, অজিৎ সরকার, মানিক মিয়া, বাহারুল আলম, আলমাস খান, মোস্তাফিজুর রহমান, আব্দুর রহিম, আনোয়ার পারভেজ, সুমন আহমেদ, নিজুম হায়দার, জুয়েল রানা, নূরুল ইসলাম, এস এম সালাহ উদ্দিন মন্ডল, আব্দুস সাত্তার মিয়া, আব্দুর রশিদ মিয়া প্রমুখ।
এ সময় বাসন থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী আব্দুল আলীম মন্ডল বলেন, জাতীয় বৃক্ষরোপন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় সারা দেশে যুবলীগের মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল আমাদের নির্দেশ দিয়েছেন আমরা যেন প্রতিটি থানা ও ওয়ার্ডে এই কর্মসূচি পালন করি। তারই অংশ হিসেবে বাসন থানা যুবলীগের বৃক্ষরোপন কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহণ করেছি। বাসন থানার প্রতিটি ওয়ার্ডের যুবলীগের নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে তারা যেন প্রতিটি ওয়ার্ডে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেন।
