বাহাউদ্দিন নাছিমের রোগমুক্তি কামনায় স্বেচ্ছাসেবক লীগ দক্ষিণের দোয়া

0
340
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিমের আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ। আজ মঙ্গলবার বিকেল ৫টায় বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে দোয়া মাহফিলের আয়োজন করেছি। তারই ধারাবাহিকতায় আজকে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের এই আয়োজন। আপনারা সকলেই জানেন নাছিম ভাই করোনার শুরু থেকেই মাঠে থেকে সক্রিয় ভাবে কাজ করেছেন। দেশের মানুষের সেবা করতে গিয়ে আজ তিনি নিজেই করোনায় আক্রান্ত। তার অসুস্থতার কারণে আমরা কোন কাজেই মনোনিবেশ করতে পারছি না। মহান সৃষ্টিকর্তার কাছে আমরা তার আশু রোগমুক্তি কামনা করি।’
দোয়া মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন। স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি নাছিমের রোগমুক্তি কামনায় তিনি বলেন, ‘করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখার আগে থেকেই দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে নাছিম ভাইকে আমরা মাঠে থেকে কাজ করতে দেখেছি। তার দিকনির্দেশনায় আমরাও জীবনের মায়া ত্যাগ করে মাঠে ছিলাম এবং এখনও আছি। অভিভাবক হিসেবে নাছিম ভাই আমাদের সকল কিছুই নেত্রীর কাছে পৌঁছে দেন। তার দিকনির্দেশনা ও পরামর্শে দুর্বার গতিতে এগিয়ে চলেছে স্বেচ্ছাসেবক লীগ। তাই শুধু মহানগর দক্ষিণ নয় প্রিয় নেতা বাহাউদ্দিন নাছিম ভাই সুস্থ হয়ে ফিরে আসবেন তার অপেক্ষায় রয়েছে গোটা বাংলাদেশের নেতাকর্মীরা।’
দোয়া মাহফিলে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক, বর্তমানসহ ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, মহানগর দক্ষিণের অন্তর্গত সকল থানা এবং ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here