Daily Gazipur Online

বিএনপি’র বড় চ্যালেঞ্জ হচ্ছে গণতন্ত্র ফিরিয়ে আনা——– বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল

এস,এম,মনির হোসেন জীবন : দেশের আপামর জনগনের কল্যানের জন্য আমি আগামী দিনে কাজ করে যাবো প্রত্যয় ব্যক্ত করে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, জাতীয়বাদী দল (বিএনপি’র) বড় চ্যালেঞ্জ হচ্ছে গণতন্ত্র ফিরিয়ে আনা।
তাবিথ আউয়াল বলেন, আমাদের দেশের জন্য কাজ করতে হবে। আগামীতে ঢাকাবাসীকে ঐক্যবদ্ধ করে আমরা সব চ্যালেঞ্জ মোকাবিলা করবো। সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা এবং, দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীলতার মধ্যে নিয়ে এসে জনকল্যাণে কাজ করতে হবে।
আজ সোমবার (২০ জানুয়ারি) সকালে রাজধানীর মিরপুরে বাইতুল মোশাররফ জামে মসজিদের সামনে নির্বাচনী প্রচারণার ১১তম দিনে জনসংযোগ সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপি মেয়র প্রার্থী তাবিথ আউয়াল এসব কথা বলেন।
বিএনপি মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেন, ঢাকা সিটি নির্বাচনের আগে আমার দলের নেতাকর্মীরা সকলে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র রক্ষায় ১ ফেব্রুয়ারি ভোটের লড়াইয়ে আমাদেরকে বিজয়ী হতে হবে ।
ঢাকা নগরবাসি, ভোটার, পথচারী ও ব্যবসায়ীদের নেতাকর্মীদের উদ্দেশে প্রচারনাকালে তাবিধ আউয়াল বলেন, আমরা প্রচারণাকালে ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। দৈনিক ভোটার পরিস্থিতি পরিবর্তন হচ্ছে। সেকারণে আমাদের জনবল ও ভোটারদের মধ্যে সম্পৃক্ততা হার বাড়ছে।
বিএনপি ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, আমরা দেখছি এখনও পর্যন্ত জনমত ও সাধারণ জনগণ আমাদের পক্ষে রয়েছে। আমি আশা করি আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত এরকম অবস্থা বিরাজ করলে ধানের শীষের বিজয় হবে।
বিএনপি মেয়র প্রার্থী তাবিথ আউয়াল তার নির্বাচনী গনসংযোগ ও প্রচারনাকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, জয়নুল আবদীন ফারুক, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইয়াসীন আলী, যুবদলের সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, যুবদল উত্তরের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিলটনসহ দলীয় নেতাকর্মীরা সাথে ছিলেন।
এদিকে, ঢাকা মহানগর (উত্তর) যুব দলের সভাপতি এস, এম, জাহাঙ্গীর বাসসকে জানান, আজ সোমবার বিকেলে বিএনপি মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ডিএনসিসি ৫৪ নম্বর ওয়ার্ড তুরাগের কামারপাড়া এলাকা সহ তার আশপাশ এলাকায় নির্বাচনী প্রচারনা ও গনসংযোগ করবেন। এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচছাসেবকদল, ডিএনসিসি কাউন্সিলর প্রার্থী ও স্থানীয় নেতাকর্মীরা সাথে ছিলেন।