Daily Gazipur Online

বিএনপি নেতার ভাগিনার ছুরিকাঘাতে যুবক সংকটাপন্ন

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে বোনকে রক্ষা করতে গিয়ে বখাটের ছুরিকাঘাতে শাহরিয়ার হোসেন অন্ত (২৪) নামের এক যুবক মারাতœক আহত হয়েছেন। সংকটাপন্ন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। বৃহস্পতিবার রাতে স্থানীয় পাগাড় স্কুল মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, পাগাড় স্কুলমাঠসংলগ্ন বাড়ির মালিক আজিজুল হাকিম দীর্ঘদিন যাবৎ বিদেশে থাকেন।তার স্ত্রী সৈয়দা তুলিবকে প্রতিবেশী বখাটে মাহফুজুর রহমান ওরফে রিসাদ ও রিয়াদ প্রায়ই উত্ত্যক্ত করতেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তুলিব তার ছেলে অনিমকে নিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় পাশের স্কুল মাঠে তুলিবকে টিপ্পনী দিয়ে কথা বলেন বখাটে রিসাদ ও রিয়াদ। মাকে নিয়ে বাজে মন্তব্য করায় অনিম প্রতিবাদ করেন।এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
স্থানীয়রা আরো জানায়, ঘটনার মাঝখানে বখাটে রিসাদের মামা স্থানীয় ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নূরে আলম জিকু ও তার স্ত্রী এসে তুলিব ও তার ছেলে অনিমের ওপর চড়াও হন। এ সময় তারা তুলিবকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। বোনকে রক্ষায় এগিয়ে যান ভাই শাহরিয়ার হোসেন অন্ত।এ সময় রিসাদ সুইচ গিয়ার দিয়ে অন্তর পিঠে আঘাত করলে মুহূর্তের মধ্যে প্রচন্ড রক্তক্ষরণ শুরু হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত টঙ্গী জেনারেল হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় পাঠিয়ে দেন।
আহত অন্তর ভাই সাজ্জাদ হোসেন মিঠু বলেন, সন্ত্রাসীদের কবল থেকে বোনকে উদ্ধার করতে গিয়ে সে এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।
ওয়ার্ড বিএনপির সভাপতি নূরে আলম জিকু বলেন, হামলাকারী আমার ভাগিনা, কিন্তু আমি ঘটনাস্থলে ছিলাম না।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ বলেন, এ ঘটনায় এখনো অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেব।