বিএনপি নেতা হারিছ চৌধুরীর মরদেহ কবর থেকে উত্তোলন

0
20
728×90 Banner

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ বিএনপি নেতা হারিছ চৌধুরীর মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে । বুধবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা জেলার সাভারের বিরুলিয়া ইউনিয়নের কামালপুর এলাকায় জামিয়া খাতামুন্নাবিয়্যীন কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয় । এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহমেদ মুঈদ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রাসেল ইসলাম নুরসহ প্রশাসনের উচ্চপদস্থ একাধিক কর্মকর্তাগন । হারিছ চৌধুরীর মরদেহ উত্তোলনের পর ডিএনএ পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় । ডিএনএ পরীক্ষার পরে পরিবারের ইচ্ছা অনুযায়ী মরদেহটি সিলেটে দাফন করা হবে । এর আগে, হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিম চৌধুরীর করা এক রিটের শুনানি শেষে গত ৫ সেপ্টেম্বর তার লাশ কবর থেকে তুলে ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন হাইকোর্ট । ওই আদেশের পরিপ্রেক্ষিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রাসেল ইসলাম নুরকে লাশ উত্তোলনের সময় উপস্থিত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ ম্যাজিস্ট্রেরিয়াল দায়িত্ব পালনের নির্দেশনা দেন জেলা ম্যাজিস্ট্রেট । প্রায় তিন বছর আগে যখন হারিছ চৌধুরীকে এ কবরস্থানে দাফন করা হয়, সেই সময় তাকে মাহমুদুর রহমান হিসেবে পরিচয় দিয়েছিল তার পরিবার । হারিছ চৌধুরীর জানাজা পড়ানো মাওলানা আশিকুর রহমান কাশেমি বলেন, ২০২১ সালের ওই দিন বাদ আছর আমি ওই নামাজের জানাজায় ইমামতি করি । দাফনের সময়ও আমি উপস্থিত ছিলাম । আমরা অধ্যাপক মাহমুদুর রহমান হিসেবে তার মরদেহ দাফন করি । মরদেহ উত্তোলনের বিষয়ে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহমেদ মুঈদ বলেন, যে মরদেহ উত্তোলন করা হচ্ছে, আমরা জানতে পেরেছি এটি হারিছ চৌধুরীর মরদেহ। তিনি যখন মারা যান, ওই সময় বিশ্বে দুর্যোগপ‚র্ণ করোনা চলছিল । তার পরিবার তাকে নিরাপদ ও ভালো জায়গায় কবরস্থ করতে এখানে নিয়ে আসে । তার মেয়ে একটা রিট করেন গত ২৪ সেপ্টেম্বর । ওই রিটের প্রেক্ষিতে পাঁচটি সংস্থা এখানে আসে । স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন, রেজিস্টার্ড জেনারেলের কার্যালয়ের একজন প্রতিনিধি, জেলা পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও সাভার থানা পুলিশ উপস্থিত রয়েছেন । সবার উপস্থিতিতে কবর খনন করা হয়েছে । এরপর মরদেহ চিহ্নিতে যা যা সংগ্রহ করা দরকার, সেগুলো আলামত হিসেবে নেওয়া হয়েছে । পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে এটি হারিছ চৌধুরীর মরদেহ কিনা । তিনি একজন মুক্তিযোদ্ধা । পরিবার তাকে রাষ্ট্রীয় যথাযথ সম্মান দেওয়ার দাবি করেছে । এ বিষয়ে সরকার ব্যবস্থা নেবে । আর পরিবারের ইচ্ছা অনুযায়ী তাকে দাফন করা হবে । হারিছ চৌধুরীর মেয়ে সামিরা তানজিম চৌধুরী বলেন, বাবার মৃত্যু নিয়ে তো ধ‚ম্রজাল থাকতে পারে না । অনেকেই বলছেন, হারিছ চৌধুরী মারা যাননি । পালিয়ে আছেন, গা ঢাকা দিয়ে আছেন । যাচ্ছে তাই বলা হচ্ছে । একটা সৎ ভালো মানুষকে ক্রিমিনাল সাজানো হয়েছে । সত্যি লুকিয়ে রাখা যায় না । এখন এটা একটা উদাহরণ হয়ে থাকবে । তার সম্মান সে ফিরে পাবেন । আব্বুর যে শেষ ইচ্ছা ছিল, সে অনুযায়ী তার দাফন হবে । আদালত যেভাবে বলবে সেভাবেই তৎপরতা নেওয়া হবে ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here