বিএনপি বিদেশি প্রভুদের কথায় নির্বাচন বর্জন করেছে———মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

0
87
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, বিএনপি বিদেশি প্রভুদের কথায় নির্বাচন বর্জন করেছে। তারা অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় আসতে চায়। বিদেশি প্রভুদের সহায়তায় পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়।
সোমবার (৬ মে) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে শহীদ আহ্সান্ উল্লাহ্ মাস্টারের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘গণতন্ত্র ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে শান্তি এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় জনপ্রতিনিধিদের ভূমিকা’ শীর্ষক আলোচনা ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে শহীদ আহসান্ উল্লাহ্ মাস্টার এমপি স্মৃতি পরিষদ।
আ.ক.ম মোজাম্মেল হক বলেন, ‘বিএনপি এবং স্বাধীনতাবিরোধী শক্তিরা বুঝতে পেরেছিল যে, গাজীপুরে তাদের অবস্থা দিন দিন নাজুক ও ভঙ্গুর হয়ে যাচ্ছে৷ এ জন্যই আহসান উল্লাহ্ মাস্টারকে হত্যা করা হয়েছিল। আর আজকে হত্যাকারীরা বলে, এই দেশে গণতন্ত্র নেই৷ শহীদ আহসান উল্লাহ মাস্টারের মতো একজন ত্যাগী নেতা জীবিত থাকলে— এই অপরাজনীতির বিরুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতেন।’
আওয়ামী লীগের আমলে কোনও রাজনৈতিক হত্যাকাণ্ড হয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘গুম, খুনের রাজনীতি জিয়াউর রহমান শুরু করেছিলেন। তারাই বলে এই দেশে আজ গণতন্ত্র নেই, মানুষের মৌলিক অধিকার নেই।’
বাংলাদেশকে একটি ব্যর্থ এবং অকার্যকর রাষ্ট্র পরিণত করার জন্য নানা ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সবাইকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।’
শহীদ আহসান্ উল্লাহ্ মাস্টার স্মৃতি পরিষদের সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাতেনের সভাপতিত্বে ও সাংবাদিক মো. আতাউর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজের সভাপতি ওমর ফারুক, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, সাংবাদিক অধিকার ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভূঁইয়া, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর শাখার সভাপতি কমরেড আবুল হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি মানিক লাল ঘোষ ও গাজীপুর জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here