ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশিদের ওপর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ ও তাদের উগ্র জনগণের হামলার প্রতিবাদে এ বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে এশিয়া পেট্রোলপাম্প এলাকা থেকে মশাল মিছিলটি বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণস্থান প্রদক্ষিণ করে। পরে হোসেন মার্কেট এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
এতে টঙ্গী পশ্চিম থানা জাতীয় নাগরিক কমিটির ১নং সদস্য নাবিল ইউসুফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর শাখার যুগ্ম-সদস্য সচিব নাহিদ হাসান শাওন প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, সীমান্তে প্রতিনিয়ত বাংলাদেশিরা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হামলার শিকার হচ্ছেন। বিনা উসকানিতে বিএসএফ গতকাল সকালে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশিদের ওপর হামলা চালায়। সীমান্তে বিএসএফের এমন কর্মকান্ডের তীব্র নিন্দা জানাচ্ছি।
এ সময় তারা সীমান্তে অনতিবিলম্বে বিএসএফের হামলা বন্ধ করার এবং এ বিষয়ে সরকারের পদক্ষেপ নেওয়ার দাবি জানায়।