Daily Gazipur Online

বিজয়নগরে ইয়াবা সেবনকালে ১ জনকে আটক করে ২ মাসের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ইয়াবা সেবনরত অবস্থায় ১ জনকে আটক করে জেল ও জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান খাঁন শাওন ।
১১ অক্টোবর, বুধবার উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর এলাকা থেকে ইয়াবা সেবনরত অবস্থায় মৃত বাদল মিয়ার ছেলে কাজী আলামীন সাবলু (২৮) কে আটক করে এই জেলা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান খাঁন শাওন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুসারে মাদক সেবনরত অবস্থায় এক ব্যক্তিকে ২ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করে আদায় করা হয়েছে।
মাদকদ্রব্য উদ্ধার ও সমাজ থেকে মাদক নির্মূলে এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে তিনি জানান।
উল্লেখ গত ১ অক্টোবর উপজেলার ইসলামপুর গ্রামে মাদকের বিরুদ্ধে ভূমিকা নেওয়ায় এক মাদক কারবারির হাতে এমরানুল ইসলাম নিপু আহত হওয়ার পর থেকে বিজয়নগরে সচেতন মহল থেকে মাদকবিরোধী শক্তিশালী অবস্থান নেওয়া হয়।

Print Friendly, PDF & Email