ডেইলি গাজীপুর প্রতিবেদক : বিজয়নগর উপজেলার সাটিরপাড়া জামে মসজিদ এ এক জোড়া নারিকেল বিক্রি হয়েছে ১৬ হাজার টাকায়। উক্তি নারিকেল এর ক্রেতা হলো সাটিরপাড়া গ্রামের সুরুজ আলীর প্রবাসী ছেলে মুনছুর আলী।তার সাথে নিলামে অংশগ্রহণকারী অপর প্রতিদ্বন্দ্বী ২য় সর্বোচ্চ দরদাতা একে গ্রামের শাহজাহান মিয়া সাজু তাঁর ঘোষিত ১৫ হাজার টাকাও পরে মসজিদ ফান্ডে দান করেন।
উক্ত নিলাম ৫ আগস্ট শুক্রবার জুম্মার নামাজের পরে মসজিদের সকল মুসল্লিদের উপস্থিতিতে এই নিলাম ডাক হয়।
সাটিরপাড়া জামে মসজিদ এর মহি উদ্দিন রুবেল নামে এক মুসল্লি জানান, স্থানীয় একজন ব্যক্তি মসজিদে এক জোড়া নারিকেল দান করেছিল। সেই নারিকেল নামাজের পরে কে কিনে নিবে সেই ঘোষনার পরে আগ্রহী ক্রেতাদের মধ্যে দরদাম করে সর্বচ্চো ১৬ হাজার টাকায় একজন কিনে নেয়। অপর ব্যক্তি ১৫ হাজার টাকায় ডাকলেও সে কিনতে না পেয়ে উক্ত টাকা মসজিদ এ দান করে দেয়।
বিজয়নগরে এক জোড়া নারিকেল বিক্রি ১৬ হাজার টাকা
