

ডেইলি গাজীপুর প্রতিবেদক : দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের বিজয়নগর উপজেলায় কর্মবিরতি পালন করা হয়েছে।
১২ সেপ্টেম্বর সোমবার সকাল থেকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার শাহীনূর জাহান এর নেতৃত্বে উক্ত অফিসের কর্মরত কর্মকর্তা-কর্মচারী যোগ দেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার শাহীনূর জাহান জানান, দীর্ঘদিন যাবৎ উর্দ্ধতন কর্তৃপক্ষকে আমরা বারবার আমরা দাবী জানিয়ে আসছি আমাদের বিভিন্ন দাবি সমূহ বাস্তবায়নের জন্য কিন্তু সেই দাবী সমূহ গড়িমসি করে এখনো বাস্তবায়ন করা হচ্ছে না। তাই বাধ্য হয়ে এক যোগে কর্মবিরত শুরু করতে হচ্ছে।
