

ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি: বিজয়নগর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৯০০ পিছ ইয়াবা ট্যাবলেট নিয়ে মোটরসাইকেলসহ আটক ২ জন মাদক কারবারি।
১০ আগস্ট বৃহস্পতিবার বিজয়নগর থানাধীন ১০নং পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজারের মোঃ নাজমুল হাসানের দোকানের সামনে এই মাদকের চালান আটক করে বিজয়নগর থানার আউলিয়া বাজার পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) মোঃ মাসুদ এর নেতৃত্বে একটি চৌকস ঠিম।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো উপজেলার বামুটিয়া মধ্যপাড়ার আব্দুল ছোবহান এর ছেলে ইমরান মিয়া (৩৪) ও চাঁনপুর গ্রামের মৃত আব্দুর জাহের এর ছেলে মোঃ আব্দুল হক (৩৪)।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু আহমেদ জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে আদ্য সকাল সোয়া ১০ টার দিকে ১৯০০ পিছ ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক মামলা রজু করে আদালতের সোপর্দ করা হয়।
এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান তিনি।
