ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বিজয়নগর থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ কেজি, অটো রিক্সাসহ আটক করেছে ১ জন মাদক কারবারিকে।
১৮ আগস্ট শুক্রবার বিজয়নগর থানাধীন চান্দুরা ইউনিয়নের ভাটি কালিসীমা জালাল ব্রিক ফিল্ডের সামনে থেকে এই মাদকের চালান আটক করে বিজয়নগর থানার এস আই সাইদুল হক এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো উপজেলার চান্দুরা ইউনিয়নের হোসেনপুর গ্রামের মোবারক হোসেন এর ছেলে মোজ্জামেল হোসেন (৩৫)।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু আহমেদ জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য সকাল সাড়ে ১২ টার দিকে ২২ কেজি গাঁজা, গাঁজা বহনের কাজে ব্যবহৃত একটি অটোরিকশাসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে মাদক মামলা রজু করে আদালতের সোপর্দ করা হয়।
এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বিজয়নগরে ২২ কেজি গাঁজাসহ আটক ১
