ডেইলি গাজীপুর প্রতিবেদক : বিজয়নগর উপজেলা নাগরিক ফোরাম এর পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদান করা হয়েছে।
১৫ আগস্ট সকাল দশটায় উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদান করা হয়।
এসময় বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, সংগঠনের সভাপতি মোঃ আব্দুর রশিদ খাঁন, সাধারণ সম্পাদক এস এম কামরুল হাসান শান্ত, সহ-সভাপতি আল আমিন ভুইঁয়া, অশোক কুমার চৌধুরী, টিপু চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কার্তিক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন ও মাহমুদুল হাসান হেলন, দপ্তর সম্পাদক সেলিম চৌধুরী, ক্রীড়া সম্পাদক মোঃ আশিকুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শাহ নেওয়াজ শাহ, সহ-সম্পাদক মুহাম্মদ মহসিন আলী, মহি উদ্দিন রুবেল, মোহাম্মদ হাবিব, আলমগীর হোসেন প্রমুখ।
বিজয়নগর উপজেলা নাগরিক ফোরাম এর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদান
