

বিজয়নগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি: বিজয়নগর উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেল বিজয়নগর উপজেলা নাগরিক ফোরাম এর বার্ষিক বনভোজন ২০২৩।
৪ মার্চ শনিবার দিনব্যাপী সাতছড়ি জাতীয় উদ্যান ও তেলিয়াপাড়া চা বাগানে আনন্দ উৎসব এর মাধ্যমে অনুষ্ঠিত হলো এই বার্ষিক বনভোজন।
বার্ষিক বনভোজন উপলক্ষে সকাল থেকেই উপজেলার চম্পকনগর, হরষপুর ও বিজয়নগর মোড় থেকে তিনটি বাস এবং অনেকের নিজস্ব পরিবহনে দুই শতাধিক মানুষের এক মিলনমেলায় পরিণত হয়।
এ উপলক্ষে সকাল ৮ ঘটিকার সময় বিজয়নগর থেকে সকালের নাস্তা ও টি-শার্ট গ্রহন করে সবাই দল বেঁধে বেড়িয়ে পড়ে সাতছড়ির প্রকৃতি দর্শনে। দুপুরে নিজস্ব ব্যবস্থাপনায় রান্না করা খাবারের পরে পুরুষদের জন্য মজাদার ফানি ক্রিকেট খেলা ও মহিলাদের জন্য মিউজিক্যাল চেয়ার খেলার আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশু ও বয়োবৃদ্ধ অংশগ্রহণ করেন। পরে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। তাতে আকর্ষণীয় ২০টি পুরস্কার প্রদান করা হয়।
উক্ত বার্ষিক বনভোজন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক প্রতিষ্ঠাতা উপজেলা চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির পরপর দুইবারের নির্বাচিত সভাপতি এডভোকেট তানবীর ভূঞা।
বিজয়নগর উপজেলা নাগরিক ফোরাম এর সভাপতি আব্দুর রশিদ খান এর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি বিশিষ্ট সাংবাদিক এস এম কামরুল হাসান শান্তের সার্বিক তত্বাবধানে ও পরিচালনায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশ এর ইন্সপেক্টর মোঃ মুজিবুর রহমান, বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়া উদ্দিন প্রান্টুস, বুধন্তী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এফতেহারুল ইসলাম শামীম মাস্টার, বিজয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবু ইউসুফ, সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান চৌধুরী, বিজয়নগর পুজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক কার্তিক চৌধুরী, বিজয়নগর উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি এ বি এম মোর্শেদ কামাল, সাংগঠনিক সম্পাদক মোঃ মজিবুর রহমান, বিজয়নগর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন প্রধান সমন্বয়ক মোঃ শাহ আলম, আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের প্রভাসক মোঃ ফুখরিয়া ও আল আমিন, চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ শামসুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন এর সভাপতি মোঃ আলা উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ শাহীন মিয়া, বিজয়নগর উপজেলা নাগরিক ফোরাম এর সহ-সভাপতি আব্দুল হান্নান রতন, কোষাধ্যক্ষ মোঃ মাহিদুল ইসলাম, আপ্যায়ন সম্পাদক মোঃ মহি উদ্দিন রুবেল, প্রচার সম্পাদক সাংবাদিক শাহনেওয়াজ শাহ, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মহি উদ্দিন, সহ-সম্পাদক মোঃ হামিদুর রহমান, বিজয়নগর পাইলট হাই স্কুলের পরিচালক মোঃ জিয়াউল রহমান মাস্টার, ডালপা রংধনু বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ আবু হানিফ, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর দপ্তর সম্পাদক মোঃ সেলিম চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আজহারুল ইসলাম খাঁন শাহ আলম, বিজয়নগর উপজেলা যুব মহিলালীগের সভাপতি মোঃ হালিমা চৌধুরী, বিজয়নগর উপজেলা ছাত্রলীগ শাখার সাবেক সহ-সভাপতি আল মামুন রমজান, বর্তমান যুগ্ম আহবায়ক গোলাম রব্বানী রাব্বিসহ বিজয়নগর উপজেলা নাগরিক ফোরাম এর নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যবৃন্দ।
