বিজয় দিবস উদযাপনের আয়োজনে-শিবির নিষিদ্ধ করুন-নতুনধারা

0
112
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : সুবিধা নিতে না চাইলে জামায়াত-শিবির নিষিদ্ধ করার আহবান জানিয়েছে নতুনধারা বাংলাদেশ এনডিবি। বিজয় দিবস উপলক্ষ্যে বেলা ১১ টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর নেতৃবৃন্দ এই দাবি জানান। নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, ভাপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, মো. মিজানুর রহমান, নাবিলা রহমান প্রমুখ এ কর্মসূচিতে অংশ নেন। এসময় মোমিন মেহেদী আরো বলেন, জামায়াত-শিবিরের গায়ে এত গন্ধ, তাহলে নিষিদ্ধ করছেন না কেন? মাননীয় প্রধানমন্ত্রী আপনি জাতির পিতার কন্যা, দয়া করে জামায়াত-শিবিরকে পুষে রাখবেন না, এরাই কিন্তু জাতির পিতার হত্যার নেপথ্যে ছিলো। ভুলে গেলে চলবে না, বাংলাদেশে বিজয়ের ৫২ বছর পর এসে অর্থনৈতিক মুক্তির অন্যতম অন্তরায় কিন্তু মন্ত্রী-সচিব-আমলা আর আওয়ামী-বিএনপি-জাতীয় পার্টিসহ বিভিন্ন স্তরের দুর্নীতিবাজ, জামায়াত এবং যুদ্ধাপরাধীচক্র। এদেরকে চিহ্নিত করে কঠোর পদক্ষেপ নিন। তা না হলে চরম খেসারত দিতে হবে বাংলাদেশ অঅওয়ামী লীগের পাশাপাশি সাধারণ মানুষদেরকেও।
এরপর ২৭/৭ তোপখানা রোডস্খ কার্যালয়ে দিনব্যাপী খাদ্য প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here