মোঃ আতিকুল্লাহ, বিশেষ প্রতিবেদকঃ ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির প্রোগ্রেস প্রকল্পের হালকা প্রকেীশল শিল্প খাতের লেদ মেশিন অপারেশন ট্রেডের উপর প্রশিক্ষণ গ্রহণকারী প্রশিক্ষনার্থী মোছাঃ রেজিয়া আক্তারকে বডি ব্রেইস এবং জহুরা আক্তারকে সার্জিক্যাল সু প্রদান করা হয়। আজ মঙ্গলবার প্রোগ্রেস রিজিওনাল অফিস টঙ্গীতে উক্ত ডিভাইস বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গোলাম মোস্তফা, রিজিওনাল ম্যানেজার অপারেশন তাদের হাতে এ ডিভাইস তুলে দেন। উল্লেখিত ডিভাইস প্রদানকালে মোছাঃ খাদিজা আক্তার, ফিল্ড টেকনিক্যাল অফিসার, রাসেল আহম্মদ, কর্মসূচি সংগঠক সহ আরোও অনেকে উপস্থিত ছিলেন। গোলাম মোস্তফা বলেন, এই ডিভাইস গুলো প্রশিক্ষনার্থীদের কর্ম ক্ষেত্রে সৃষ্ট শারিরীক চ্যালেঞ্জ মোকাবেলাসহ তাদের কর্ম শ্পৃহা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।