

ডেইলি গাজীপুর প্রতিবেদক :টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরী মোনাজাতে অংশ নিতে পুরুষদের পাশাপাশি নারীদেরও অংশ নিতে দেখা গেছে।
রোববার (১১ ফেব্রুয়ারী) ভোর থেকে পুরুষ মুসল্লির সাথে নারীদেরও আসতে দেখা গেছে।
টঙ্গীর কামারপাড়া সড়কে ঢুকতেই দেখা মিলে গাজীপুরের কালীগঞ্জ থেকে স্বামী সাথে ইজতেমা ময়দানে এক সন্তান নিয়ে এসেছেন লায়লা খানম । তিনি বলেন, শনিবার রাত ১১টায় ইজতেমা ময়দানে এসে সড়কের পাশে বসেছেন। আখেরী মোনাজাতে অংশ নিতে দ্বিতীয় বারের মতো আমি ইজতেমার ময়দানে এসেছি।
সাথে থাকা স্বামী মোঃ ফজলুল করিম বলেন, সাংসারিক কাজে ব্যস্ত থাকায় প্রথম পর্বের ইজতেমায় অংশ নিতে আসতে পারেনি। সবুজার খুব ইচ্ছে সে ইজতেমায় আসবে, আখেরী মোনাজাতে অংশ নিবে। তার ইচ্ছা পূরণ করতেই তাকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে নিয়ে আসা হয়েছে।
আখেরী মোনাজাতে অংশ নিতে রাজধানীর নাখালপাড়ার থেকে ময়দানে এসেছেন মর্জিনা আক্তার। তিনি জানান, ভোর পাঁচটার দিকে পরিবারের আরো তিন নারী ও এক পুরুষ সদস্যকে সাথে নিয়ে ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে এসেছেন। আল্লাহর কাছে অনেক কিছু চাইবো, পাপ মুক্তি থেকে শুরু করে জীবনে সঠিক ও সুন্দর পথে যাতে চলতে পারি তার জন্য আল্লাহর দরবারে হাত তুলবো।
