বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারিতে

0
515
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: তাবলিগ জামাতের বিবাদমান দুই পক্ষই জানুয়ারিতে আলাদা তারিখে টঙ্গীতে বিশ্ব ইজতেমা করার ঘোষণা দিয়েছিল। নির্বাচন ও তাবলিগ জামাতের দুই পক্ষের দ্বন্দ্বের কারণে এবারের বিশ্ব ইজতেমা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার।
বিপরীতমুখী অবস্থানের কারণে জানুয়ারি মাসে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছেন, কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড (বেফাক)-এর মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস।
তবে ফেব্রুয়ারিতে সুবিধাজনক সময়ে তা অনুষ্ঠিত হবে বলে গত ৬ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাবলীগের দুইপক্ষের সঙ্গে আলাদাভাবে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সিদ্ধান্ত দিয়েছেন।
এছাড়া বৈঠকে আরও যে চারটি সিদ্ধান্ত হয়েছে তা হল:
১। জানুয়ারিতে কোনো পক্ষের কোন ইজতেমা হবে না।
২। কোনো মসজিদে তাবলীগের কাজে কোন বাধা কেউ দিতে পারবে না।
৩। নতুন ইজতেমার তারিখ পর্যন্ত উভয় পক্ষ কোন জোড়, ইজতেমা, সমাবেশ, পরামর্শ সভা, অথবা ওয়াজাহাতি জোড় করতে পারবে না
৪।৬ সদস্যের প্রতিনিধি দল দেওবন্দ গিয়ে রিপোর্ট নিয়ে আসার পর ইজতেমার তারিখ নির্ধারিত হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here