বীরউত্তম সি আর দত্ত’র মৃত্যুতে কমিউনিস্ট পার্টির শোক

0
174
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) সি আর দত্ত বীর উত্তমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)।
আজ ২৫ জুলাই ২০২০ মঙ্গলবার দুপুরে এক শোকবার্তায় পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডা: এম. এ. সামাদ বলেন, “বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্তরঞ্জন দত্ত (সি আর দত্ত) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বয়েন্টনবিচ বেথেসডা সাউথ হাসপাতালের হসপিস কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় আজ মঙ্গলবার সকালে মৃত্যুবরণ করেছেন। মুক্তিযুদ্ধকালীন সময়ে তার নেতৃত্বে সিলেট অঞ্চলে মুক্তিবাহিনী পাকিস্তানী হানাদারদের পরাজিত করতে সমর্থ হয়। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সৃষ্টিতে তাঁর অসামান্য অবদান বাঙালি জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
তিনি বলেন, “সি আর দত্ত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে তিনি কাজ করে গেছেন। এই মহান মুক্তিযোদ্ধাকে হারিয়ে বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হল।”
ডা: এম. এ. সামাদ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র পক্ষ থেকে সি আর দত্তের আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here