বীর মুক্তিযোদ্ধার ৮৩ তম জন্মদিন উদযাপিত

0
23
728×90 Banner

মহিউদ্দিন সরকার (স্টাফ রিপোর্টার) : টঙ্গীস্থ গণস্বাস্থ্য কেন্দ্রে গত ৮ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধা, তৃণমুল জনতা পার্টির চেয়ারম্যান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাঃ নাজিম উদ্দিন আহমেদ এর ৮৩তম জন্মদিন উদযাপিত হয়। এতে- সুশিল সমাজ সহ মুক্তিযোদ্ধা স্কুল কলেজ এর শিক্ষক ছাত্র-সমাজ সহ-বিশিষ্ট সাংবাদিকগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করেন।
দিনব্যাপী অনুষ্ঠানের সঞ্চালনে ছিলেন- টঙ্গী আমজাদ আলী সরকার গার্লস স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ আব্দুর রাজ্জাক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মোজাম্মেল হক, সাবেক ছাত্র নেতা, বিশিষ্ট রাজনীতিবিদ রোবেল সরকার। মুক্তিযোদ্ধা মিলন মেলার সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ নাজিম উদ্দিন গেরিলা, বীর মুক্তিযোদ্ধা শেখ শহীদুল্লাহ, আমজাদ আলী সরকার পাইলট স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষক উপাধি প্রাপ্ত সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার কর্মকার, বিশিষ্ট সাংবাদিক নাসির উদ্দিন বুলবুল (সিনিয়র সাব এডিটর), ইসলামিক টিভির সদস্য, টঙ্গী প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক, ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক হাসান সীমা; সাংবাদিক শাহজাহান চিশতি, জাতীয় পার্টির নেতা, বিশিষ্ট সমাজ সেবক মোঃ মুন্না, সিনিয়র শিক্ষিকা ফাতেমা প্রমুখ।
এ জন্মদিন উপ্যাপনে বিভিন্ন সংগঠন ও মুক্তিযোদ্ধারা ব্যক্তি বিশেষ, পরিবারবর্গ, স্কুল কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রীরা তাকে ফুলেল সুবেচ্ছা জানায়। জন্মদিনে আনন্দ উৎসবে সকলে মেতে উঠে। টঙ্গী বাজার নাজিম প্লাজার সকল ব্যবসায়ীদের পক্ষ থেকে কমিটির সভাপতি সেক্রেটারীর নেতৃত্বে বিরাট কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। সর্বশেষ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here