

স্টাফ রিপোর্টার: বীর মুক্তিযোদ্ধা পূবাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী কাজী আলী হোসেন মাস্টার শনিবার রাত ১০:৩০ মিনিটে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….. রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা হিসেবে রবিবার বাদ জোহর তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করে পূবাইল বারই বাড়ি ঈদগাহ মাঠে তাঁর জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ।
