বুর্জ খলিফায় দেখা যাবে বঙ্গবন্ধুর ছবি

0
198
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে দুবাইয়ের বুর্জ খলিফায় প্রদর্শিত হতে যাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। আগামীকাল ১৭ মার্চ সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইতে অবস্থিত ২ হাজার ৭১৬ ফুট উচ্চতার এ ভবনটিতে দেখা যাবে এ ছবি।
জানা যায়, ১৭ মার্চ রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত বুর্জ খলিফার পুরোটা জুড়ে থাকবে বঙ্গবন্ধুর ছবি। এ ছাড়া ভবনটিতে জাতির পিতার জন্মশতবার্ষিকীর লোগোও প্রদর্শিত হবে। এর আগে ২০১৯ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে দুবাইয়ের বুর্জ খলিফায় বাংলাদেশের পতাকার আদলে ২৫ সেকেন্ড স্থায়ী আলোকসজ্জা করা হয়েছিল। আরব আমিরাতের আজমান প্রদেশে এক ঘরোয়া অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ আবু জাফর বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনের বিষয়টি জানিয়েছেন।
দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল সাংবাদিকদের জানান, ১৭ মার্চ দুবাইয়ের বুর্জ খলিফায় বঙ্গবন্ধুর ছবি প্রদর্শিত হবে। এটি মহানায়কের প্রতি আমাদের শ্রদ্ধা। এ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আবুধাবির বাংলাদেশ দূতাবাস এবং দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here