
ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : যুবকদের দাবি নিয়ে এক সংবাদ সম্মেলন আজ শনিবার সকালে ২৭ কোর্ট হাউজ স্টিট ৬ষ্ঠ তলায় অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, বাংলাদেশে বেকার সমস্যা একটা মহামারি আকার ধারন করেছে করোনার মহামারিতে সে সমস্যা আরো প্রকট আকার ধারন করেছে। বিভিন্ন সংগঠনের জরিপে শুধু শিক্ষিত বেকার ৭৪ লাখ। এছাড়াও শিক্ষিত প্রশিক্ষিত চাকরিচ্যুত, বিদেশ ফেরত সব মিলিয়ে প্রায় ৪ কোটি যুবক বেকার জীবন যাপন করছে। আসন্ন বাজেটে বিভিন্ন প্রতিষ্ঠান সংগঠন তাদের প্রতিষ্ঠান সংগঠনের পক্ষে বাজেট বরাদ্দ চায়। কিন্তু এই বিশাল বেকার যুবকদের পক্ষে কেউ কথা বলছেনা। এ জন্যই কেউ বেকারদের দাবি দাওয়া নিয়ে কথা বলে না। আমি হানিফ বাংলাদেশি বিভিন্ন সময়ে গণমানুষের অধিকার নিয়ে দেশব্যাপি নানা কর্মসূচি পালন করেছি, বিভিন্ন জেলায় গিয়ে যুবকদের হাহাকার দেখেছি এখন বেকার যুবকদের অনুরোদে তাদের পক্ষে চলমান বাজেটে সর্বস্তরের বেকার যুবকদের জন্য সুনিদিষ্ট বরাদ্দ ও ৪দফা দাবিতে যুবকদের পক্ষে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সংবাদ সম্মেলনে এন ইউ আহম্মেদ বলেন, রাজনৈতিক দলগুলো বেকার সমস্যা সৃষ্টি করে তাদেরকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে দেশকে অস্থিতিশিল করছে। মারুফ সরকার বলেন, উক্ত দাবিগুলো বাস্তবায়নের জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। পঙ্কজ ভাস্কর বলেন, ৪ দফা দাবি পালনে আমরা সরকারের সুদৃষ্টি কামনা করছি।
১। শিক্ষিত প্রশিক্ষিত করোনাকালিন চাকুরিচ্যুত বেকার যুবকদের মধ্যে যারা আর্তকর্মসংস্থান সৃষ্টি করতে চায় তাদেরকে সহজ শর্তে সহজ কিস্তিতে বিনা সুদে ১০ লাখ টাকা ঋন দিতে হবে।
২। বিদেশ যেতে ইচ্ছুক যুবকদের সরকারি খরচে বিদেশ পাঠাতে হবে, যাওয়ার পর খরচ কর্তনের ব্যবস্থা রাখতে হবে।
৩। চাকরি করতে ইচ্ছুক বেকার যুবকদের জন্য সরকারি, আধা সরকারি স্বায়িত্ব শাসিত প্রতিষ্ঠানে শূন্য পদে তড়িৎ নিয়োগের ব্যবস্থা করতে হবে। করোনাকালিন চাকরি চ্যুতদের আগ্রাধিকার দিতে হবে। চাকরিতে আবেদন ফ্রি মওকুফ করতে হবে।
৪ঃ চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করতে হবে।
আগামী ২ তারিখ বাজেট অধিবেশনে উক্ত দাবি গুলো বাস্তবায়ন হলে বেকার যুবকদের সমস্যা কিছুটা হলেও লাগব হবে। দাবি বাস্তবায়নের জন্য, সরকারের আপনাদের প্রচার মাধ্যমের সহযোগিতা কামনা করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হানিফ বাংলাদেশী, এন ইউ আহম্মেদ, মারুফ সরকার, পঙ্কজ ভাস্কর, সুজন চন্দ্র দাস।
