

ডেইলি গাজীপুর প্রতিবেদক : আদালতে দায়ের করা মামলার বাদীকে চিনে না বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ কিশোর মিনহাজ হোসেনের পরিবার। গত ২০ জুলাই গাজীপুর মহানগরীর গাছা থানার কুনিয়া বড়বাড়ি এলাকায় মিনহাজ হোসেন (১৬) গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। এ ঘটনায় মিনহাজের চাচাতো ভাই পরিচয়ে জনৈক আবু রাসেল গত ৩ নভেম্বর বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা (নং-৬৪৬/২৪) দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইকে নির্দেশ দেন।
শহীদ মিনহাজের চাচা আব্দুল ক্দ্দুুস বলেন, ওই মামলার বাদীকে তারা চিনেন না। হয়তো আসামীপক্ষের কাছ থেকে অনৈতিক সুবিধা নিতে অথবা মূল মামলাটিকে প্রশ্নবিদ্ধ করতে কোনো স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে জনৈক আবু রাসেলকে দিয়ে মামলাটি করিয়েছে। উক্ত মামলার ৩৬ দিন আগেই তিনি (আব্দুল কুদ্দুস) বাদী হয়ে গত ২৭ সেপ্টেম্বর স্থানীয় গাছা থানায় একটি হত্যা মামলা (নং-২০) দায়ের করেন। তার এ মামলায় শেখ হাসিনাসহ ৯৬ জনকে আসামী করা হয়েছে। অপরদিকে আদালতের আলোচিত মামলায় শেখ হাসিনাসহ ২১২ জনকে আসামী করা হয়েছে। উক্ত মামলায় ঘটনার তারিখ উল্লেখ করা হয়েছে গত ৪ আগস্ট। অথচ এর আগে গাছা থানার মামলায় ঘটনার তারিখ উল্লেখ করা হয়েছে গত ২০ জুলাই। গাছা থানার মামলায় ঘটনার স্থান কুনিয়া বড়বাড়ি জয়বাংলা সড়কের মাথায় এবং আদালতের আলোচিত মামলায় ঘটনার স্থান কুনিয়া বড়বাড়ি করিম সরকার মার্কেটের সামনে উল্লেখ করা হয়েছে। শহীদ মিনহাজকে ২১ জুলাই জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার রামশালা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। অথচ আদালতের মামলায় মিনহাজের লাশ ৪ আগস্ট বিকেলে হাসপাতাল থেকে গ্রামের বাড়িতে নিয়ে দাফনের কথা বলা হয়। যদিও গ্রামের ঠিকানা উল্লেখ করা হয়নি।
শহীদ মিনহাজের চাচা আব্দুল ক্দ্দুুস আরো জানান, মিনহাজ তার অসুস্থ মায়ের চিকিৎসার জন্য পড়াশোনা ছেড়ে গাছা থানার দক্ষিণ খাইলকুর এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি নেয়। ঘটনার বেশ কয়েকদিন আগে তার অসুস্থ মাকে চিকিৎসার জন্য গ্রাম থেকে নিয়ে আসে। গত ২০ জুলাই দুপুরে বৈমষ্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যোগ দিতে গিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের হামলার শিকার হয় মিনহাজ। এসময় ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে সে মারা যায়। ওই দিনই স্বজনরা গ্রামের বাড়িতে তার লাশ নিয়ে পর দিন ২১ জুলাই সকালে পারিবারিক গোরস্থানে দাফন করে। পরবর্তীতে গাছা থানা পুলিশ আদালতের অনুমতি নিয়ে গত ২ ডিসেম্বর কবর থেকে মিনহাজের লাশ উত্তোলন করে ময়না তদন্ত সম্পন্ন করে।
এদিকে মিনহাজ হত্যাকাÐের ঘটনায় আদালতের আলোচিত মামলার বাদী আবু রাসেলের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। মামলার আরজিতে বর্ণিত ঠিকানায় খোঁজ নিয়েও এই নামে কাউকে পাওয়া যায়নি। মামলাটির আইনজীবী রাশিদুল ইসলাম রাশেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্থানীয় বিএনপি নেতাদের পরিচয়ে বাদী আমার কাছে মামলা নিয়ে এসেছিল। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না।
এব্যাপারে গাছা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ বলেন, গাছা থানায় মিনহাজ হত্যাকান্ডের মামলায় এ পর্যন্ত ৫ জন আসামীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এ হত্যাকাÐের ঘটনায় আদালতে পৃথক কোন মামলা হয়েছে কিনা তা আমার জানা নেই।
পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, এখনো মামলাটি আমাদের কাছে আসেনি। আদালত থেকে মামলাটি পাঠানো হলে তদন্তেই প্রকৃত ঘটনা জানা যাবে।
