বৈষম্যহীন সাংবাদিক ইউনিটি ‘র আত্মপ্রকাশ আহবায়ক

0
21
728×90 Banner

জেষ্ঠ সাংবাদিক আশরাফুল ইসলামকে আহবায়ক ও গাজী আবু বকরকে সদস্য সচিব করে বৈষম্যহীন সাংবাদিক ইউনিটি (এনজেইউ)’র আহবায়ক কমিটি গঠিত হয়েছে। গতকাল রাজধানীর এক অভিজাত রেস্টুরেন্টে জেষ্ঠ সাংবাদিক মনিরুর ইসলাম মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে গঠিত কমিটির অন্যান্যরা হলেন, মুখপাত্র মনিরুল ইসলাম মানিক, জীবন চৌধুরী, ওলিউদ্দীন মিলন,যুগ্ম আহবায়ক এবিএম মনিরুজ্জামান, এসএম আবুল হোসেন, শফিক রহমান, মোমিন মেহেদী, আফরোজা তালুকদার, প্রতিষ্ঠাকালিন সদস্য- শামসুর রহমান, এ জেড এমন বেলাল উদ্দীন, আফজাল খান, অলিদুর রহমান অলি, কে এম জাহিদ হোসেন, নাহিদ হাসান, সুবর্ণা মল্লিক স্বর্ণা, তামিম শেখ, চুন্নু চৌধুরী, আল আমিন মল্রিক, মোহাম্মদ মাহাবুব উদ্দিন, আফরোজা আক্তার, আনোয়ারা পারভীন, আনোয়ার হোসেন, লুৎফর রহমান, নাহিদা তনুজা, জাহাঙ্গীর এইচ সিকদার, মফিজুল ইসলাম চৌধুরী সাগর, কবিরুল ইসলাম, কে এম রাশেদ শাহরিয়ার, সুজন মাহমুদ, সিকে সরকার, বিউটি রাণী, আরিফুল ইসলাম, আলাউদ্দিন, নাসির উদ্দীন মো. বায়েজীদ, কামরুদ্দীন আহমেদ কামরুল, গোলাম মুজতবা ধ্রুব, গণেশ চন্দ্র হাওলাদার ও ইদ্রিস মাস্তান।
এছাড়াও সর্বসম্মতিক্রমে গাজী আবু বকরকে আহবায়ক ও গাজী আব্দুল হাদিকে সদস্য সচিব করে গঠনতন্ত্র প্রণয়ন উপকমিটি, মোমিন মেহেদীকে আহবায়ক ও শামীম শেখ তুষারকে সদস্য সচিব করে সদস্য সংগ্রহ উপকমিটি, এবিএম মনিরুজ্জামানকে আহবায়ক ও মুঈদ খন্দকারকে সদস্য সচিব করে স্মরণিকা উপকমিটি এবং মনিরুল ইসলাম মানিককে আহবায়ক ও আফরোজা তালুকদারকে সদস্য সচিব করে সম্মেলন বাস্তবায়ন উপ কমিটি গঠন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here