

অলিদুর রহমান অলি: সারাদেশে স্বৈরাচার হাসিনা সরকার পতন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত ও আহত চিকিৎসাধীন তাদের সুস্থতা কামনা করে গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব সালাউদ্দিন সরকার এর টঙ্গী বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল প্রায় হাজার খানেক নেতা কর্মীর উপস্থিতিতে আলোচনা সভাশেষে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ সালাউদ্দিন সরকার বলেন, দীর্ঘ ১৬ বছর পর আমাদের দেশ জুলুমের হাত থেকে স্বাধীন হয়েছে। এই জালিমের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এই জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা জন্য এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি এছাড়ো নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা একটি সুন্দর সমৃদ্ধশালী দেশ গঠনে সকল ধরনের অরাজকতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সরকারি বেসরকারি সকল স্থাপনা
সুরক্ষিত রাখতে পাড়া মহল্লায় কমিটি গঠন করে কোন ধরনের অরাজকতা যাতে না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন ।
এছাড়াও বর্তমানে অনেক মানুষ অসহায়ের দিন যাপন করছে তাদের খোঁজখবর নিয়ে সাহায্য সহযোগিতা করুন। আমরা চাই সকলে মিলে মিশে একটি দুর্নীতিমুক্ত সোনার বাংলাদেশ। গাজীপুর মহানগর সাবেক যুবদল নেতা জসিম উদ্দিন বাট বলেন, আমাদের দেশটা দীর্ঘ সময় ধরে অরাজকতা ও জুলুমের মধ্যে দিয়ে গেছে। গত ৫ ই আগস্ট আমরা সবকিছু থেকে মুক্তি পেয়েছি তার জন্য মহান আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া আমাদের এই জুলুমের হাত থেকে রক্ষা করতে যে সমস্ত মানুষ নিহত হয়েছে তাদের অবদান আমরা কখনও ভুলবো না। আল্লাহ যেন তাদের জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে। আগস্ট মাস একটি নতুন বিজয়ের মাস। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সভাপতি শেখ মোহাম্মদ আলেক, তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানিয়ে আন্দোলনে জয়লাভের পর বিভিন্ন উচ্ছৃঙ্খল কর্মকাজের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেন । ধ্বংসাত্মক সকল কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সকলকে আহ্বান জানানো হয়। এ ঐতিহাসিক বিজয়কে কেউ যেন প্রশ্নবিদ্ধ করতে না পারে সেজন্য ভিন্নমতাবলম্বী এবং বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর পাহারা দেয়ার আহ্বান জানানো হয়। সর্বক্ষেত্রে ঐক্য ও সংহতি ধরে রাখার আহ্বান জানানো হয়। প্রতিহিংসার পরিবর্তে ভালোবাসার দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা সভায় টঙ্গীতে প্রত্যেকটি এলাকায় সমাজের সার্বিক নিরাপত্তা ও সম্মান রক্ষার ক্ষেত্রে দলের প্রত্যেক সদস্যকে সর্বদা সজাগ থাকার আহ্বান জানানো হয়।
