ব্যান্ড তারকার ঝুলন্ত লাশ

0
238
728×90 Banner

মোঃরফিকুল ইসলাম মিঠু : ব্যান্ড তারকার ঝুলন্ত লাশ, পুলিশের ধারণা ‘মন্দায় আত্মহত্যা’চট্টগ্রামের ব্যান্ডদল স্পার্কের সাবেক ভোকালিস্ট ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মো. আব্দুল বাসেতের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাসাসংলগ্ন অফিসে গলায় ফাঁস লাগানো অবস্থায় এই মরদেহ উদ্ধার করে পুলিশ।
রোববার (১৯ এপ্রিল) দিবাগত রাত ২টা ২০ মিনিটে নগরীর বক্সিরহাট বদর আউলিয়ার মাজার এলাকায় ওই অফিস থেকে তার লাশ উদ্ধার করা হয়।
কোতোয়ালী থানার এসআই শেখ খলিদ বলেন, ধারণা করছি ব্যবসা-বাণিজ্য মন্দ, পারিবােরিক বিরোধ-কলহ থেকে হতাশায় তিনি আত্মহত্যা করেছেন। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি।
আব্দুল বাসেত বক্সিরহাট ওয়ার্ডের সাবেক কমিশনার (কাউন্সিলর) মৃত এস এম আব্দুল হামিদের একমাত্র ছেলে। তিনি একসময় চট্টগ্রামের ব্যান্ডদল স্পার্কের জনপ্রিয় ভোকালিস্ট ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here