ভারতের কৃষকদের সমর্থনে ঢাকা-কলকাতা লংমার্চ করবে কমিউনিস্ট পার্টি

0
116
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ): ভারতে কৃষকদের চলমান আন্দোলনে সংহতি প্রকাশ ও আন্দোলনকারীদের উপর মোদী সরকারের পেটোয়া বাহিনীর নির্যাতনের প্রতিবাদে ঢাকা থেকে কলকাতা পর্যন্ত লংমার্চ করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি(এম) ও গণতান্ত্রিক কৃষক মঞ্চ।
আগামী ২১ শে জানুয়ারি সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গনসমাবেশ শেষে পদযাত্রা করবেন তারা। পদযাত্রায় নেতৃত্ব দেবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি(এম) সাধারণ সম্পাদক কমরেড ডা. এম. এ. সামাদ।
এ সম্পকে কমরেড ডা. এম. এ. সামাদ বলেন, “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের বিরুদ্ধে ফ্যাসিস্ট আচরণ করছেন। পুলিশী হামলা, জলকামান, লাঠিপেটাসহ নিরীহ কৃষকদের উপর ভয়াবহ নিপীড়ন চালানো হচ্ছে। অত্যাচার নির্যাতনের বাধ্য হয়ে অনেক কৃষক আত্মহুতি দিতে বাধ্য হয়েছেন। কৃষক মানেই অন্নদাতা। তিনি বাংলাদেশের হোক বা বা পৃথিবীর অন্য কোন দেশের হোক। কৃষকদের ন্যায্য দাবির প্রতি সর্বদ্রা আমাদের সমর্থন থাকবে। এরই ধারাবাহিকতায় আমাদের এ লংমার্চ। আমরা মোদী সরকারকে আহ্বান করবো কৃষকদের ন্যায্য দাবি-দাওয়া মেনে নিন, অত্যাচার-নির্যাতন বন্ধ করুন। ”

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here