ডেইলি গাজীপুর আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ১৫তম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শপথ নেন তার মন্ত্রিসভার ৫৭ জন সদস্য। প্রথমবারের মতো মন্ত্রিসভায় ঠাঁই পেলেন বিজেপি সভাপতি অমিত শাহ। ২৪জন পূর্ণমন্ত্রী, ২৪ জন প্রতিমন্ত্রী ও ৯ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠকের কথা রয়েছে। মোদির নতুন মন্ত্রিসভায় বাদ পড়েছেন অর্থমন্ত্রী অরুন জেটলি, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, রাজ বর্ধন সিং ও মেনকা গান্ধীর মতো হেভিওয়েট রাজনীতিকরা। তবে অন্তর্বর্তী স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন মেনকা গান্ধী। আরও গুঞ্জন উঠেছে, মন্ত্রিসভায় বাদ পড়লেও দলের সভাপতির দায়িত্ব পেতে পারেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। নরেন্দ্র মোদির নতুন মন্ত্রিসভায় চমক হলো-প্রথমবারের মতো মন্ত্রী হলেন বিজেপি সভাপতি অমিত শাহ। এ ছাড়া পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন- আগের মেয়াদের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, নিতীন গড়কড়ি, সদানন্দা গৌড়া, নির্মলা সীতারামণ, রবিশঙ্কর প্রসাদ, সাবেক পররাষ্ট্র সচিব এস জয় শঙ্কর, স্মৃতি ইরানি, হর্ষ বর্ধণ, পিয়ুষ গয়ালসহ ২৪জন। প্রতিমন্ত্রী হিসেব শপথ নেন আরও ২৪জন। যাদের মধ্যে রয়েছেন- অশ্বিনী কুমার চৌবে, জি কিষাণ রেড্ডি, পশ্চিমবঙ্গ থেকে বাবুল সুপ্রিয়। এ ছাড়া ৯ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। নরেন্দ্র মোদি নতুন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে পুরনোদের রাখলেও, ঠাঁই পেয়েছেন বেশ কয়েকজন নতুন মুখ। যাদের মধ্যে রয়েছেন- পশ্চিমবঙ্গ থেকে দেবশ্রী রায়, কর্নাটক থেকে সুরেশচন্দ্র বসাপ্পার, বিহারের নিত্যানন্দ রায়, রতনলাল কাটারিয়া, বি মুরলিধরন, কৈলাস চৌধুরী, রামেশ পোখরিয়াল।