Daily Gazipur Online

ভার্চুয়াল আদালত বন্ধ করে কোর্ট খুলে দিন……এড. আবেদ রাজা

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি) :বিশিষ্ট আইনজীবী, ঢাকা মেট্রো বারের সাবেক সভাপতি এড. আবেদ রাজা এক বিবৃতিতে ভার্চুয়াল আদালত বন্ধ করে দেশের আদালতগুলো অবিলম্বে খুলে দেয়ার আহ্বান জানান। তিনি ভার্চুয়াল আদালতের নামে এই দুর্যোগ মুহুর্তে কি পরিমাণ অর্থ ব্যায় হয়েছে তা জনসম্মুখে প্রকাশের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ভার্চুয়াল আদালত সম্পূর্ণ একটি অপ্রয়োজনীয় বিষয় ছিল। এটা স্থাপনের জন্য সরকারকে যারা কু-পরামর্শ দিয়েছে তাদের বিচার হওয়া উচিত। তিনি বলেন, রাষ্ট্রের তিন স্তম্ভের মধ্যে জাতীয় সংসদ যেহেতু একটি অধিবেশনে মিলিত হয়েছে এবং দেশের প্রশাসনিক অফিসগুলো যেখানে খুলে দেওয়া হয়েছে এবং লকডাউন উঠিয়ে দেয়া হয়েছে সেখানে আদালতগুলো বন্ধ রাখার কোন যৌক্তিকতা নেই। তিনি বলেন, আদালতে হাজিরার বিষয়টি বাদ দিয়ে অন্যান্য সমস্ত কার্যক্রম শারিরীক দুরুত্ব মেনে পরিচালনা করা সম্ভব। আদালতে বিচারকের আসন, ব্যাঞ্চ ক্লার্ক/পেশকার এবং আইনজীবীদের আসন ভিন্ন ভিন্ন। স্বাভাবিকভাবেই পূর্ব থেকেই বর্তমানে চালু সামাজিক দুরুত্ব মেনে চলা হতো। আদালতে আইনের আশ্রয় প্রার্থীরা স্ব শরীরে উপস্থিত না হয়ে আইনজীবীর মাধ্যমে কার্যক্রম পরিচালনা করলে আইনগতভাবে কোন অসুবিধা হবে না।