
ডেইলি গাজীপুর প্রতিবেদক: ভালুকায় শুক্রবার ৬ ঘন্টার ব্যাবধানে পৃথক দুটি ঘটনায় ভাইয়ের হাতে অপর ২ ভাই খুন হওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার নিশাইগঞ্জ ও নয়নপুরে ওই দুটি খুনের ঘটনা ঘটে।
জানাযায়, শুক্রবার সকালে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের নয়নপুর গ্রামে ঘরের সামনে প্রস্্রাব করাকে কেন্দ্র করে উপজেলার নয়নপুর গ্রামের তমিজ উদ্দিনের বড় ছেলে ধনু মিয়ার লাঠির আঘাতে তারই ছোট ভাই রব মিয়া(১৮) নিহত হয়েছে। ঘটনাটি নিশ্চত করেছেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।
ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু
অপরদিকে একইদিন বিকালে ভালুকা ইউনিয়নের নিশাইগঞ্জ গ্রামে রাস্তার পার্শে^ নতুন ঘর নির্মানকে কেন্দ্র করে ছোট ভাই আজিম উদ্দিন এর সাথে বড় ভাই আব্দুল মালেক (৬০) এর সাথে কথাকাটাকাটির একপর্যায়ে ছোট ভাই আজিম উদ্দিন লাঠি দিয়ে বড় ভাই মাথায় আঘাত করে । এতে ঘটনাস্থলেই আব্দুল মালেক মারা যায় । তারা ওই গ্রামের মৃত হেকমত আলীর পুত্র।
