
ডেইলি গাজীপুর রিপোর্ট : জাতীয় সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান এম এ মজিদ ও ভাইস চেয়ারম্যান এড মো. শিব্বির আহমদ স্ব-পরিবারে ২১ মার্চ বৃহস্পতিবার রাতের “বরকত” এসি কোচে ঢাকা থেকে বুড়িমারীর উদ্যেশ্যে রওয়ানা হয়েছে। চেয়ারম্যান এম এ মজিদ ডেইলি গাজীপুরকে জানান, আজ ২২মার্চ শুক্রবার সকাল ১০টায় বুড়িমারী ও চ্যাংড়াবান্ধা উভয় দেশের বর্ডারের আনুষ্ঠানিকতা শেষ করে বিকেলে জয়গাঁয় শহরের হোটেল শীতলে উঠেছে। বিকেলে ভারত ও ভুটান উভয় দেশের এক্সজিট ও এন্ট্রির আনুষ্ঠানিকতা সমাপন করে ভুটান থেকে ভুটানের মোবাইল সিম ক্রয় করে এবং স্থানীয় মার্কেট ঘুরে দেখেন। আগামীকাল সকাল সাড়ে ৮টায় ভুটানের উদ্যেশ্যে সড়ক পথে তিন দিনের জন্য ভুটানে অবস্থান করবেন এবং বিভিন্ন দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করবেন ।
