ভূমিদস্যুদের হামলায় ভূমিহীনদের ঘরবাড়ি লুটপাট-ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

0
183
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদ শেখ নাসির উদ্দিন বলেন, যে স্বপ্ন নিয়ে ৭৩% ভূমিহীন কৃষক শ্রমিক জনতা বঙ্গবন্ধুর ডাকে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলো সে স্বপ্ন আজ কতিপয় চিহ্নিত ভূমিদস্যু দ্বারা ভূলুন্ঠিত হচ্ছে। ভূমিহীনরা মাথা গোঁজার ঠাঁই পায় না। অথচ ভূমিদস্যুরা বিলাসী অট্টালিকায় বসবাস করেও সেই ভূমিহীনদের আশ্রিত ভূমি আত্মসাতের পায়তারা শুরু করেছে। বগুড়া শেরপুর উপজেলায় বাগড়া দীঘিরপাড় সংলগ্ন খাসজমির উপর আশ্রিত ভূমিহীনদের উপর স্থানীয় উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে ভূমিহীনদের ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে নির্মম ভাবে মধ্যযুগীয় কায়দায় অমানবিক অত্যাচার চালিয়ে সেই ভূমি দখল করার চেষ্টা করে। আমরা ভূমিহীন নেতৃবর্গ এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি আরও বলেন, ভূমিহীনরা স্থানীয় থানায় বারবার যোগাযোগ করেও আইন শৃংখলা বাহিনীর কোন সহযোগিতা পায় নাই। এতে প্রমাণ হলো উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার যোগসাজসে এ পরিকল্পিত হামলা চালানো হয়। সরকারের কাছে আমাদের জোর দাবী অবিলম্বে উক্ত ঘটনার সাথে জড়িত অসৎ ব্যক্তিদের আইনের আওতায় আনা হউক।
সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ বলেন, ভূমিহীনরা অবিচ্ছেদ্য কোন অংশ নয়। এরা এদেশেরই নাগরিক। যুগে যুগে ভূমিদস্যুরা ভূমিহীনদের উপর অত্যাচার চালিয়েই যাচ্ছে। আমরা উপজেলা চেয়ারম্যানের পদত্যাগের দাবী জানাই।
রবিববার বেলা ১২ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বগুড়া শেরপুর উপজেলার বাগড়ায় ভূমিহীনদের উপর নির্মম হামলার প্রতিবাদে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের মানববন্ধনে বক্তারা উপরোক্ত দাবী জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ইকবাল আমিন, আরও বক্তব্য রাখেন, মোশররফ হোসেন, ফিরোজ আহমেদ, জাহিদ হাসান, আব্দুল মান্নান, ফজলুর রহমান প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here