ভূমি আইন ২০২০ (খসড়া) স্বাগত: অভিনন্দন সার্বজনীন স্বার্থ রক্ষাই হোক এর অভিষ্ট লক্ষ্য

0
245
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ): বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। ব্রিটিশ হিলট্রাক্স ম্যানুয়েল এক্ট, পাকিস্তান আমল, পাক-ভারত আমলের আইন ইত্যাদির মধ্যে জাথীয় স্বার্থ বিরোধী যেসব আইন কানুন শর্তাদি ছিল, সেগুলোর সংশোধন, পরিমার্জন, সংযোজন ও বিয়োজন করে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশের ভূমি আইন সাজানো হোক। ৩০ লক্ষ শহীদের আত্মা সেই কথাই বলে। এদেশের বিবেকবান নাগরিকরাও তাই চান।
দেশের জনগণ ও জাতির স্বার্থ রক্ষাই যেকোন আইন ও নীতির মূল লক্ষ্য ও উদ্দেশ্য। ভূমির খসড়া আইনের মাধ্যমে জাতিকে জানান দেয়া হয়েছে এর ভুলত্রুটি বা অন্য কোন বিষয় যাতে এড়িয়ে না জায়। অর্থাৎ দেশের সকল নাগরিক হিন্দু-মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান, জাতি-উপজাতি, চাকমা, মনিপুরি যাতে ভূমি আইনের সুফল পান সেটা সরকারও চান। কিন্তু দুঃখ জনক হলো কোন কোন মতলবি মহল জাতীয় স্বার্থ না দেখে বিদেশী মদদে তাদের এজেন্ট হিসেবে তাদের দেয়া পরামর্শ ও শর্ত অনুযায়ী ভূমি আইনের বিকৃত ব্যাখ্যা দিচ্ছে। বাংলাদেশে অর্পিত সম্পত্তি প্রত্যার্পন আইন, দি ষ্ট্রেট একুইজিশন এন্ড টিন্যান্সি এক্ট, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির সংবিধান বিরোধী ২২টি সংশোধনী আইন, পাহাড়ের ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন ইত্যাদি জাতীয় স্বার্থ বিরোধী আইনগুলোকে ধরে রাখার সুযোগ না থাকাতে সরকারের ভূমি আইন-২০২০ বানচাল করার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। এ জন্য বাঙালি জাতিকে সজাগ থাকতে হবে।
যে সকল অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা অখন্ডতা ও সার্বভৌম নিয়ন্ত্রণ মানতে চায়না তারাই ভূমি আইনের খসড়া নিয়ে কঠোর সমালোচনায় ব্যবস্ত। যারা বলে পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সরকারের কোন ভূমিই অধিকারই নাই তাদের পক্ষের লোকেরাই ভূমি আইন-২০২০ খসড়া নানাভাবে বিকৃত করে প্রচার চালাচ্ছেন। বর্তমান সরকারের আইন কমিশন ভূমি আইন চূড়ান্ত করার লক্ষ্যেই জাতির সামনে খসড়াটি পেশ করেছেন। যাতে করে এর ভূলত্রুটি নিয়ে শুদ্ধভাবে আইনটি কার্যকরী করা সম্ভব হয়। এতে করে আমাদের দেওয়ানী আদালত, ফৌজদারী আদালত, ভূমির ক্যাডেষ্ট্রাল সার্ভে, জমির দাগ নং, খতিয়ান নং, এস এ জরিপ, মিউট্রেশন ইত্যাদি দলিল ডিজিটাল প্রযুক্তি নির্ভর করণ সম্ভব হয়। জাতি সেই প্রত্যাশা করছে। যারা স্ব স্ব ব্যক্তিস্বার্থ গোষ্ঠি স্বার্থে অন্ধ তারাই খসড়া ভূমি আইনকে তুচ্ছ তাচ্ছিল্য করে যাচ্ছেন, যা মোটেও কাম্য নয়। কতিপয় এনজিও, বামপন্থি, মানবাধিকার, ধজাধারি, বিদেশী অর্থে হৃষ্টপুষ্ট ব্যক্তি ও সংগঠন বাংলাদেশের ভূমি আইনকে ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তা ও অমুসলিমদের স্বার্থবিরোধী বলে মাঠ গরম করার অপচেষ্টায় লিপ্ত আছেন। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।
বাংলাদেশের ভূমি আইন, ভূমি মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ইত্যাদির প্রতি আমরা শ্রদ্ধাশীল। দেশের ১৬ কোটি নাগরিকের স্বার্থ রক্ষা করেই ভূমি আইন-২০২০ (খসড়া) যাতে চূড়ান্তভাবে বাস্তবায়িত হতে পারে সেটাই সমগ্র জাতির একান্ত প্রত্যাশা। দেশী-বিদেশী মহলের চাপে ও কু-পরামর্শে যাতে ভূমি আইন খসড়া তার মৌলিক লক্ষ্য ও উদ্দেশ্য থেকে বিচ্যুত না হতে পারে সে জন্য বতৃমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানাচ্ছি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here