মশার কয়েলকে কেন্দ্র করে গাজীপুরের তরৎপাড়ায় যুবক খুন

0
179
728×90 Banner

মোঃ বায়েজীদ হোসেন: গাজীপুর মহানগরীর ২৯ নং ওয়ার্ডের তরৎপাড়াস্থ মোঃ আনোয়ার হোসেনের ছেলে মোঃ হৃদয় হোসেন(২৪), গত ১০ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় বাড়ির পাশের মোঃ রিয়াজুল ইসলাম এর মুদি দোকান থেকে একটি মশার কয়েল কিনে বাসায় যেয়ে দেখেন কয়েলটি ভালো নয়। পরদিন ১১ ডিসেম্বর সকাল ৯টার দিকে হৃদয় কয়েলটি নিয়ে রিয়াজুল এর দোকানে যেয়ে বিষয়টি জানালে দোকানদার রিয়াজুল ইসলাম, মোঃ হৃদয় হোসেনের উপর ক্ষিপ্ত হয়ে উঠে হৃদয়কে অকথ্য ভাষায় গালি-গালাজ দিতে থাকেন, এসময় জয়নাল আবেদীনের ছেলে মোঃ উজ্জল (২৫), মৃত আলাল উদ্দিনের ছেলে আলমগীর (৩০), মোঃ সাইফুল ইসলামের ছেলে রাকিব (২৩) ও পিতা অজ্ঞত- মোঃ তুহিন (৫০) সর্বসাং তড়ৎপাড়া, সন্ত্রাসীরা হৃদয়কে এলোপাতারি মারতে থাকে এক পর্যায়ে দোকানদার রিয়াজুল ইসলাম, হৃদয়ের পিঠে চাকু দিয়ে ছুরির আঘাত করে হৃদয়ের ডাক চিৎকার শুনে হৃদয়ের পিতা আনোয়ার হোসেন ছেলেকে সন্ত্রাসীদের হাত থেকে বাচাঁতে এলে রিয়াজুল ইসলাম তাকেও ডান হাতে ছুরিকাঘাত করে, এসময় পিতা পুত্রের ডাক-চিৎকারে আশ-পাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যায় পরে স্থানীয়রা আহত পিতা-পুত্রকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। ঐদিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মোঃ হৃদয় হোসেন মৃত্যুবরণ করেন। এবিষয়ে নিহত হৃদয়ের পিতা গাজীপুর সদর মেট্রো থানায় ৫জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। মামলা নং- ১৩,তাং-১২/১২/২০২১ইং।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here