
ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ):সত্য প্রেম পবিত্রতা অবতারক আধুনিক বরিশালের নির্মাতা, বরিশালে বিএম স্কুল ও বিএম কলেজ এর প্রতিষ্ঠাতা ভারত বিরোধী আন্দোলনে উপমহাদেশের অন্যতম নেতা মহাত্মা অশ্বিনী কুমার দত্তের ৯৭ তম মৃত্যুবার্ষিকী আগামিকাল ৭ নভেম্বর ২০২০ শনিবার। মহাত্মা অশ্বিনী কুমার দত্তের কাছে বরিশাল বিভাগ বাসী ঋণী।
