
মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঘরে বসে বসে দিন কাটছে অসহায় নি¤œবিত্ত শ্রমিক পরিবার গুলোর। কেউ বা বিভিন্ন সংস্থা বা সরকারী ত্রাণ পেয়ে কোন মতে দিনানিপাত করছে। আবার অনেকেই বাড়ীতে স্ত্রী সন্তান নিয়ে মানবতের জীবন যাপন করছেন। ঠিক এই মহূর্তে মানবতার দেওয়াল এর উদ্যোক্তা দেওয়ান রাসেল বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে খোঁজ নিচ্ছেন কার বাড়ীতে রান্না হয়নি। কার দরকার ত্রাণ। অনেক পরিবারই ক্ষুধার মেটানোর আশায় লাজ লজ্জা না করে বেড়িয়ে আসছে ত্রাণের খোঁজে। তাদেরকেই দিচ্ছেন চাল ডাল আলুসহ খাদ্য সামগ্রী। এ যেন এক মানবতার ফেরিওয়ালা।
আজ বুধবার সকাল থেকে উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে এরকম ৫০টি পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী পৌছে দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, ডাঃ আব্দুল্লাহ বিন মোকছেদ, মোরছালিন হোসেন, মামূনুর রশিদ, গোলাম মর্তুজার রহমান প্রমূখ।
