মানবাধিকার নিশ্চিত করতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অপরিহার্য…….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

0
127
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, মানবাধিকার নিশ্চিত করতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অপরিহার্য। শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা করতে শক্তিশালী ও স্বাধীন গণমাধ্যম প্রয়োজন। তিনি আরো বলেন, সাংবাদিকরা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সাপ্তাহিক ঝুমুর পত্রিকার নতুন অফিস উদ্বোধন উপলক্ষে ১ মার্চ বিকেলে ঢাকার ১৯৪/৪ ফকিরাপুল পত্রিকার নতুন অফিসে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, মানুষের মানবিক গুণাবলি উজ্জীবিত করতে গণমাধ্যম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মানবিক ও উন্নত সমাজ প্রতিষ্ঠার জন্যে গণমাধ্যমকে ইতিবাচক ও উন্নয়নমূলক সংবাদ আরো অধিক পরিবেশন করার জন্যে তিনি আহ্বান জানান। সাপ্তাহিক ঝুমুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ মাসুদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ব বিদ্যালয় শিক্ষা প্রাক্তনী সংবাদ এর সম্পাদক আলী নিয়ামত। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক বঙ্গজননীর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান জিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ দুলাল মিয়া, পাক্ষিক ইতিকথা ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ নুরুল ইসলাম বাবুল, সাপ্তাহিক খোঁজখবর নির্বাহী সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ। আলোচনা শেষে দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লায়ন মোঃ গনি মিয়া বাবুল।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here