
ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ): বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ প্রতিষ্ঠা করতে শিক্ষকদের মর্যাদা নিশ্চিত করতে হবে। শিক্ষা মানুষের মানবিক গুণাবলি বিকশিত ও প্রসারিত করে। শিক্ষা মানুষের সুপ্ত গুণাবলি জাগ্রত করে। বর্তমান সমাজে চলমান অসহিংসতা ও সামাজিক বিপর্যয় রোধে আধুনিক ও মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ শিক্ষাক্রম প্রণয়ন ও চালু করতে হবে। তিনি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব। শিক্ষার উন্নয়নে সরকার অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে। এর পরেও শিক্ষা ব্যবস্থায় বিশৃঙ্খলা ও বৈষম্য রয়েছে। শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ও শিক্ষকদের মর্যাদা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরী।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির উদ্যোগে ৫ অক্টোবর সকালে জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরম খাঁ মিলনায়তনে আয়োজিত ‘শিক্ষকদের মর্যাদা রক্ষায় আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ এম শরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ও ট্রাষ্টি বীর মুক্তিযোদ্ধা ডা. নাজিম উদ্দিন আহমেদ। সংগঠনের পরিচালক কবি মায়ারাজ এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, এডিন বার্ড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রোকেয়া রুমি, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য মোঃ সোলায়মান সামি, এনায়েতপুর দাখিল মাদরাসার সুপার মাওলানা আতোয়ার হোসেন, শাহাপুর দ্বিমুখী দাখিল মাদরাসার সুপার মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম প্রমুখ।
