মান্দায় বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী পালন

0
330
728×90 Banner

অসীম কুমার দাস (নওগাঁ প্র‌তি‌নি‌ধি) : প্রতিকৃতিতে মাল্যদান, র‌্যালি, আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদান, রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতার মধ্যদিয়ে নওগাঁর মান্দায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১০টার দিকে পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পরিষদ মিলনায়তনে ইউএনও (ভারপ্রাপ্ত) এসএম হাবিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত ও মাহবুবা সিদ্দিকা রুমা, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহম্মদ মশিউর রহমান, শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আফছার আলী মন্ডল প্রমুখ।
শেষে রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, জাতিরজনকের প্রতিকৃতিতে মাল্যদানসহ নানা কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here