

অসীম কুমার দাস (মান্দা প্রতিনিধি) : নওগাঁর মান্দায় ধর্ষণ মামলার এক আসামিসহ পরোয়ানাভূক্ত সাত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, চকরথুনাথ গ্রামের রেজাউল ইসলাম (৩৫), জামাল উদ্দিন (২৭) রোকসানা বেগম (২৫) ও আবিজান বেওয়া (৯০), রামনগর গ্রামের শিখেন চন্দ্র মন্ডল (৩২), রনাহার গ্রামের আজিজার রহমান (৪৫) এবং ধর্ষণ মামলার আসামি কদমতলী গ্রামের সালাউদ্দিন (৩২)।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভূক্ত ছয় আসামীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ধর্ষণ মামলায় গ্রেপ্তার করা হয়েছে আরও এক আসামিকে। শনিবার তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।
