Daily Gazipur Online

মান্দায় বাড়ির পাশ থেকে লাশ উদ্ধার

\মোঃ হাবিবুর রহমান,নওগাঁ সংবাদদাতাঃ নওগাঁয় মুনসুর আলি (২৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মান্দা থানার নুরুল্লাবাদ ইউনিয়নের গোয়ালমান্দা গ্রামের ক্যান্দার আলির বাড়ির পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মুনসুর আলি ওই গ্রামের বাসিন্দা ছিলেন।
মান্দা থানার ওসি নুরু-এ- আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে আমরা মুনসুর আলির লাশ উদ্ধার করেছি।
তিনি আরও জানান, তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। কেন্দার আলির বাড়ির ধারেই রাস্তার পাশে লাশটি পড়ে ছিল।
ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য মুনসুর আলির লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।