
অসীম কুমার দাস (নওগাঁ প্রতিনিধি): নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মাজহারুল আনোয়ার বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহী ——-রাজিউন)। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাসভবনে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী রেহেনা আনোয়ার, তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের পরিবার সুত্রে জানা যায়, মরহুম মাজহারুল আনোয়ার জীবদ্দশায় মান্দা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য পদে দায়িত্ব পালন করেন। জনগনের প্রত্যক্ষ ভোটে একবার পরানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
এদিকে রাষ্ট্রীয় মর্যাদা শেষে সন্ধ্যা ৬টায় পরানপুর কামিল মাদরাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়েছে।
মুক্তিযোদ্ধা মাজহারুল আনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক এমপি। এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। অন্যদিকে মান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোল্লা এমদাদুল হক ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জহুরুল ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
