
অসীম কুমার দাস (নওগাঁ প্রতিনিধি) : নওগাঁর মান্দায় দুই ডেঙ্গু রোগী সনাক্ত করা হয়েছে। এরা হলেন, উপজেলার কুসুম্বা ইউনিয়নের চকগোপাল গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে খদের আলী (২৫) ও মান্দা ইউনিয়নের ঘাটকৈর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (২৬)। আক্রান্তরা মান্দা হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহম্মদ মশিউর রহমান জানান, গত মঙ্গলবার খদের আলী ও বুধবার শরিফুল ইসলাম প্রচন্ড জ্বর নিয়ে হাসপাতালে আসেন। এ দুই রোগীর লক্ষণ দেখে স্বাভাবিক জ্বরে আক্রান্ত বলে মনে হচ্ছিল না। পরে কীট পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয় তারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।
স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, আক্রান্তদের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। এখন তারা অনেকেটাই শঙ্কা মুক্ত। তিনি বলেন, স্থানীয় প্রশাসনের সহায়তায় ডেঙ্গু পরীক্ষার ৮৫টি কীট ক্রয় করা হয়েছে। এখন মান্দা হাসপাতালে বিনামূল্যে এ রোগের পরীক্ষা করা হবে।
জানা যায়, আক্রান্ত খদের আলী রিকশা চালক ও শরিফুল ইসলাম নির্মাণ শ্রমিক। তারা দুজনেই ঢাকায় কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে বাড়ি এসে তারা জ্বরে আক্রান্ত হন।
