
ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ): দৈনিক আজকালের খবর, দৈনিক স্বদেশ প্রতিদিন ও বাংলা টেলিভিশনের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি এবং অন লাইন নিউজ পোর্টাল L TV 24-এর সম্পাদক মোঃ মামুনুর রশিদকে বাংলাদেশের সর্বস্তরের সাংবাদিকদের সর্ববৃহৎ কল্যাণমূলক সংগঠন জাতীয় সাংবাদিক সোসাইটির ঠাকুরগাঁও জেলা শাখা পূনর্গঠনের দায়িত্ব প্রদান করা হয়েছে। গত ২৯ মে ২০২০ তারিখে জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দিন বুলবুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিয়োগ ও দায়িত্ব প্রদানের কথা উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, জাতীয় সাংবাদিক সোসাইটির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি চাকরিজনিত কারণে বিদেশে অবস্থান করায় জাতীয় সাংবাদিক সোসাইটির ঠাকুরগাঁও জেলা শাখার কার্যক্রম স্থবির হয়ে পড়ায় ঠাকুরগাঁওয়ের অতি সুপরিচিত ও বস্তুনিষ্ঠ সাংবাদিক মোঃ মামুনুর রশিদকে জাতীয় সাংবাদিক সোসাইটির ঠাকুরগাঁও জেলা শাখা পূনর্গঠনের দায়িত্ব প্রদান করা হয়েছে। ঠাকুরগাঁও জেলা শাখা পূনর্গঠনে ঠাকুরগাঁও জেলার সর্বস্তরের সাংবাদিকগণকে সহযোগিতা ও অংশগ্রহণের জন্য সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।
